thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ভারতের নতুন প্রজন্মের চ্যালেঞ্জ

২০১৩ ডিসেম্বর ১৬ ১৮:৩৯:০০
ভারতের নতুন প্রজন্মের চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত প্রায় ২ বছর পরে বিদেশে কোনও টেস্ট খেলতে নামছে। প্রকৃতি কোনো বাধা হয়ে না দাঁড়ালে বুধবার থেকে ওয়ান্ডারার্সে অনুষ্ঠেয় প্রথম টেস্টে নতুন পরীক্ষায় নামবে ধোনির ভারত৷ ভারত বিদেশে সর্বশেষ টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়ার সিডনিতে, ২০১২ সালের জানুয়ারিতে৷

বিদেশে পরপর ৮টি টেস্ট হারলে খুব কম কোচেরই চাকরি থাকে৷ ফ্লেচার ভাগ্যবান, ব্যতিক্রম৷ তবে এই ভারতীয় দল ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ২৮ বছর পরে সিরিজ হেরেছে, আবার অস্ট্রেলিয়াকে ৪-০ হারিয়েছে৷ সবচেয়ে কঠিন পরীক্ষা দক্ষিণ আফ্রিকায়, যেখানে আগের পাঁচটি সফরে কখনওই সিরিজ জেতেনি ভারত৷ হতে পারে এটাই শেষ পরীক্ষা কোচ ডানকান ফ্লেচারের।

ভারতের নতুন প্রজন্ম এই সিরিজে ভালো কিছু করে দেখানোর জন্য মরিয়া৷ বিশেষ করে ওয়ানডে সিরিজে ০-২ হারের পরে৷ ফ্লেচার জানেন কিভাবে এ দেশের উইকেটে খেলতে হয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন অতীতে৷ নতুনদের কাছে তিনি গ্রহণযোগ্যও বটে৷ যেমন চেতেশ্বর পূজারা বলছেন, ‘কথা বলতে কোনওদিনই অসুবিধে হয়নি৷ ফ্লেচারের কাছে সব সময়ই যাওয়া যায়৷ আমি ইচ্ছে হলেই নিজের ব্যাটিং নিয়ে ফ্লেচারের সঙ্গে কথা বলতে পারি৷ জানতে চাইতে পারি, কোথায় ভুল হচ্ছে বা কিভাবে ভুলটা শুধরে নেওয়া যায়।’

বেনোনিতে প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে সোমবার প্রতিটি ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং নেটের পিছনে দাঁড়িয়ে দেখছিলেন ফ্লেচার যখন জাহির-উমেশ-সামি-ইশান্তরা টানা শর্ট বল করে যাচ্ছিলেন পূজারাদের৷ নেট শেষে পূজারার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে কথাও বলতে দেখা গিয়েছে ফ্লেচারকে৷ যেমন আলাদা করে কথা বলেছেন কোহলি ও জাদেজার সঙ্গে৷

ভারতের নতুন প্রজন্মের পরীক্ষা এই সিরিজ৷ ওপেনার হিসেবে থাকছেন মুরলী বিজয় ও শিখর ধাওয়ান৷ ধাওয়ান আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেললেও বিজয় কিন্তু খেলেছেন আগে৷ তার পরে তিন নম্বরে পুজারা৷ ১৫টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরি, গড় ৬৫-এর উপরে, চেতেশ্বর পুজারাকে অবশ্যই ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের ভবিষ্যৎ বলতে হবে৷ এর আগেও ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন, তবে রান পাননি৷ কিন্তু সেই পুজারার চেয়ে এই পুজারা অনেক পরিণত৷ তাকে ঘিরে স্বপ্ন দেখছেন ফ্লেচারও।

শচিনের শূন্যস্থানে বিরাট কোহলিকে খেলাচ্ছে ভারত। গত বছরের অস্ট্রেলিয়া সফরে পার্থের ওয়াকায় করা সেঞ্চুরি নিশ্চয়ই কোহলিকে আত্মবিশ্বাস জোগাবে৷ ৫ নম্বরে রোহিত শর্মা খেলবেন, ৬ নম্বরে রাহানে কিংবা জাদেজার৷ ভারতীয় উইকেটে টেস্ট খেলা জাদেজার চেয়ে রাহানে অনেক গ্রহণযোগ্য হতে পারেন বলেই মনে করা হচ্ছে৷ তবে সিদ্ধান্ত নিতে সময় নেবে টিম ম্যানেজমেন্ট৷ সাতে ধোনি, আটে অশ্বিন, নয় থেকে এগারো ৩ পেসার হওয়ার সম্ভাবনা জাহির, ইশান্ত ও সামির৷

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর