thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পাবনায় নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ১৬ ১৯:০৫:৩১
পাবনায় নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

পাবনা সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা আর ভালবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে বিজয় দিবস। রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসের সূচনা করে জেলা প্রশাসন।

এরপর পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ প্রশাসন, পাবনা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কালেক্টরেক্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ মহিলা কলেজ, টিটিসি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, একুশে বই মেলা উদযাপন পরিষদ, নার্সি ট্রেনিং ইনষ্টিটিউট, বিএমএ, নাট্য সংগঠন ড্রামা সার্কেলসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দূর্জয় পাবনা’র পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উদযাপনে জেলা প্রশাসন দুইদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। সোমবার সকাল ৮টায় পাবনা ষ্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন। সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দেয় জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ শামসুর রহমান ডিলু।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করে জেলা পরিষদ। এছাড়াও বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর