thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নতুন আইডিয়ার পথিকৃৎ রোনালদো!

২০১৩ ডিসেম্বর ১৬ ১৯:১৩:০৮
নতুন আইডিয়ার পথিকৃৎ রোনালদো!

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো অভিনব এক আইডিয়ার কথা জানিয়েছেন। জানিয়েছেন, নিজের নামে টুইটার, ফেসবুকের চেয়েও আধুনিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করেছেন। ইতিমধ্যেই অসংখ্য লোক তার সদস্য হয়েছেন৷ ফেসবুক বা টুইটারে যেমন হয়, এই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই রোনালদোকে নিয়ে নানা আলোচনা করা সুযোগ পাচ্ছেন৷ চাইলে ভক্তরা এখানে রোনালদোর ছবি ও খবর শেয়ার করতে পারবেন৷ সব মিলিয়ে রোনালদো সম্পর্কে টাটকা খবর পাওয়া যাবে এখানে৷ এমনকি অ্যানড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনেও এই ভিভা রোনালদোকে পাওয়া যাবে৷

এই সামাজিক যোগাযোগে রোনালদোর ম্যাচের বিস্তারিত বিবরণ থাকবে৷ থাকবে নানা প্রতিযোগিতা৷ যেখানে জিতে পাওয়া যাবে রোনালদোর সই করা টি শার্ট৷ তার ম্যাচের টিকিটও৷ এখানে সদস্য হতেও ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে৷ খেলা এবং টেকনোলজি কোন জায়গায় পৌঁছে গিয়েছে, তার আদর্শ উদাহরণ হয়ে থাকল ভিভা রোনালদো-ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপ্লব৷ মাঠের বাইরে নিজেদের ভাবমূর্তি বাড়ানোর জন্য খেলোয়াড়রা নানা পরিকল্পনা নিয়ে থাকেন৷ রোনালদোর এই নেটওয়ার্ক এখানে পথ প্রদর্শক৷ রোনালদোর নামে এমন একটি ওয়েবসাইটও রয়েছে। তবে এবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নিজিই তাঁর সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকবেন৷ রোনালদোর ৬ কোটি ৭০ লক্ষ ভক্ত রয়েছে ফেসবুকে; টুইটারে ২ কোটি ৩০ লক্ষ। তারাই যদি এই নেটওয়ার্কে চলে আসেন, তা হলে দ্রুত জমে ওঠবে রোনালদোর নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম।

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর