thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

তেভেজের হ্যাটট্রিক; আরো ওপরে জুভরা

২০১৩ ডিসেম্বর ১৬ ১৯:৫৯:০২
তেভেজের হ্যাটট্রিক; আরো ওপরে জুভরা

দ্য রিপোর্ট ডেস্ক : লিগে নিজেরা বরাবরই অপ্রতিরোধ্য জুভেন্তাস। লিগে অবস্থান নাম্বার ওয়ান হিসেবে। জয়ের পর জয়; তাতে পয়েন্ট ব্যবধান বাড়ছে দ্বিতীয় স্থানে থাকা এএস রোমার সঙ্গে। চ্যাম্পিয়নস লিগে ফারা কাটিয়ে ফের জয়ের ধারায় ফিরেছে জুভেন্তাস। রোববার সিরি আ-এর ম্যাচে তেভেজের দুর্দান্ত হ্যাটট্রিকে সাসুলোকে ৪-০ গোলে হারিয়েছে। অন্য গোলটি করেছেন ফেডেরিকো। অথচ গেল সপ্তাহে গ্যালাতাসারের বিপক্ষে ড্র করে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে জুভরা। এটা শুধু বড় জয়ই নয়, সাসুলোর বিপক্ষে টানা অষ্টম জয়ও।

নিজেদের স্টেডিয়ামের ম্যাচে উজ্জ্বল থেকে সম্জ্জ্বল ছিলেন বর্ষীয়ান তেভেজ।আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস মাত্র ১৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে নিয়েছেন। তিনি যেনো জ্বলছিলে পুরো ম্যাচেই। ২৮ মিনিট দ্বিতীয় গোলেও অবদান তেভেজের; করিয়েছেন ফেডেরিকোকে দিয়ে। আর বিরতিতে যাওয়ার আগে নিজের দ্বিতীয় গোলটি স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন হ্যাটট্রিকের। সেই স্বপ্ন বৃথা যায়নি। ৬৮ মিনিটের মাথায় পেয়েছেনসেই গোল, যে গোলে হ্যাটট্রিক পূর্ণ হয়। লিগে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে জুভরা। আর ১৫ ম্যাচ খেলা এএস রোমার পয়েন্ট ৩৭।

দ্য রিপোর্ট/এএস/ওআইসি/ডিসেম্বর ১৬, ২০১৩

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর