thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

যশোরে যুবদল নেতাকে হাতুড়িপেটা করে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৬ ২০:০৪:৫৬
যশোরে যুবদল নেতাকে হাতুড়িপেটা করে হত্যা

যশোর সংবাদদাতা : যশোরের নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম মাসুদুর রহমান মাসুদ। তার বাড়ি সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে। ঢাকায় নেওয়ার পথে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাসুদ মালিয়াট গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাসুদ তালবাড়ীয়ার শান্তিমোড় বাজারে আসলে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে হাতুড়িপেটা করে।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, তালবাড়ীয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধের কারণে মাসুদের উপর হামলা হয়। মাসুদের হত্যাকারীদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/জেএম/এসবি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর