thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

এবার মেসির দলে রোনালদো

২০১৩ ডিসেম্বর ১৬ ২০:১৩:৫৭
এবার মেসির দলে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বে যা সম্ভব নয়; তাই করে দেখিয়েছে স্যামসাং৷ তাদের গ্যালাক্সির বিজ্ঞাপনে এমন দেখানো হয়েছে; বিশ্বকে বাঁচাতে তৈরি হচ্ছে এক ফুটবল দল৷ উদ্যোক্তা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার৷ সেই দলে আগে থেকেই ছিলেন ৪ বারের ফিফা বর্ষসেরা মেসি৷ ছিলেন ওয়েন রুনির মতো ফুটবলার৷ রয়েছেন ইকার ক্যাসিয়াসের মতো বিশ্বের অন্যতম গোলকিপার৷ দলের নাম 'গ্যালাক্সি একাদশ'৷ সেই দলে শনিবার শেষ অন্তর্ভুক্তি হয়েছে রোনালদোর৷ এটাই বিজ্ঞাপনের অবিশ্বাস্য চমক৷

সারা বিশ্ব মাত করেছে বিজ্ঞাপনটি। সাড়া ফেলা বিজ্ঞাপনে দলের অধিনায়ক মেসি৷ দেখা যাচ্ছে মেসি কোনওমতে ভিনগ্রহের শত্রুদের এড়িয়ে যাচ্ছেন; দৌড়চ্ছেন৷ তার মধ্যেও ফুটবল ভোলেননি৷ তাই বেকেনবাওয়ার নিজে এসে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিচ্ছেন৷ সেই বিজ্ঞাপনে ধীরে ধীরে তারকা ফুটবলাররা যোগ দিচ্ছেন৷ ব্যবসায়িক দিক রাখার জন্য কোরিয়া ও চিনের দুই ফুটবলার স্থান পেয়েছেন দলে৷ কিন্তু স্যামসাং যে শেষ পর্যন্ত রোনালদোকেও হাজির করতে পারবে, তা কেউ ভাবেনি৷ বলা হচ্ছে, অন্য গ্রহের লোকদের টেক্কা দিতে গিয়ে কোরিয়ান সংস্থাটি অন্য সব সংস্থাকে টেক্কা দিল৷ তারা দলে এক কোরিয়ান ও এক চিনা ফুটবলারকে রেখেছে দুটো দেশে প্রচার পাবে বলে৷ আসল আকর্ষণ, মেসি-রোনালদো-রুনি; এক দলের বৃত্তাবদ্ধ।

স্যামসাং ১৩জনের বিশ্ব একাদশ : মেসি, রোনালদো, রুনি, ক্যাসিয়াস, ফ্যালকাও, অস্কার, গোত্জে, কারঝাকভ, ডনোভান, ভিক্টর মোজেস, এল শারাওয়ে, লি চুং ইয়ং, উ লু।

দ্য রিপোর্ট/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর