thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কাবাডির চ্যাম্পিয়ন বিজিবি

২০১৩ ডিসেম্বর ১৬ ২০:৪৭:৩৯
কাবাডির চ্যাম্পিয়ন বিজিবি

দ্যা রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস কাবাডিতে বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সমাপনী দিনে প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ২টি লোনাসহ ৩৭-১৪ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে হারিয়ে তৃতীয় হয়েছে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখী ফাইনালে; বাংলাদেশ সেনাবাহিনী ১০-৯ পয়েন্টে বিজিবিকে হারিয়েছে। কিন্তু টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী স্কোরিং পয়েন্টের ভিত্তিতে বিজিবি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী রানার্স আপ হয়েছে।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজিবি শরিফুল এবং বাংলাদেশ পুলিশের মাসুদ করিম ফয়সাল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের সচির শিবনাথ রায় প্রতিযোগীদের পুরস্কৃত করেছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার।

দ্য রিপোর্ট/ওআইসি/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর