thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সেনাবাহিনীর শিরোপা অক্ষুণ্ন

২০১৩ ডিসেম্বর ১৬ ২০:৫০:২৩
সেনাবাহিনীর শিরোপা অক্ষুণ্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস ভলিবলে শিরোপা অক্ষুণ্ন রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৩-২ সেটে হারিয়েছে সেনাবাহিনী। পল্টন ভলিবল স্টেডিয়ামে প্রথম সেট সেনাবাহিনী ২৫-২১ পয়েন্টে জিতে এগিয়ে যায়।

পরে দ্বিতীয় ও তৃতীয় সেট ২৫-১৭ ও ২৫-১৬ পয়েন্টে জিতে এগিয়ে যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু চতুর্থ সেটে ২৫-১৬ পয়েন্টে জিতে ২-২ এ সমতা সেনাবাহিনী। শিরোপা নির্ধারণী পঞ্চম ও শেষ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হতাশ করে ১৫-১২ পয়েন্টে জয় পেয়েছে সেনাবাহিনী। এটা তাদের টানা ৫ম বারের মত বিজয় দিবস ভলিবলের শিরোপা। ৩৩ বার অনুষ্ঠিত বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের মধ্যে মোট ৯ বার শিরোপা জিতেছে সেনাবাহিনী। এদিকে তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ২৫-১৫, ২৫-১২ ও ২৫-২০ পয়েন্টে তিতাস গ্যাসকে হারিয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ মিলন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অজয় সরকার।

দ্য রিপোর্ট/ওআইসি/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর