thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘তামাশার নির্বাচন বাতিল না করলে রাজনৈতিক সংঘাত বাড়বে’

২০১৩ ডিসেম্বর ১৬ ২১:০৫:২৬
‘তামাশার নির্বাচন বাতিল না করলে রাজনৈতিক সংঘাত বাড়বে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : একতরফা নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, ‘এই তামাশার নির্বাচন বাতিল না করলে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা বাড়বে। দেশের সম্পদ নষ্ট হবে, জনগণের দু:খ-দুর্ভোগ বাড়বে এবং অর্থনৈতিকভাবে দেশ অনেক ক্ষতির সম্মুখীন হবে।’

রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাহী পরিষদের সভায় সোমবার বিকেলে তিনি এসব কথা বলেন।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘চলমান রাজনৈতিক অস্থিরতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মহান বিজয়ের মাসে মানুষের মনে কোনো আনন্দ ও উৎসাহ নেই। রাজনৈতিক নৈরাজ্য ও প্রতিহিংসার আগুন প্রতিনিয়ত যেভাবে দাউ দাউ করে জ্বলছে তা যদি নির্মূল করা না যায় তাহলে আফ্রিকার জংলি দেশগুলোর মত আমাদের দেশেও গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তার আলামতই ক্রমেই প্রকট হচ্ছে।’

দেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং রাজনৈতিক দানবদের হাত থেকে দেশ, ধর্ম ও মানবতাকে রক্ষাকল্পে আগামী ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন এবং ২৭ ডিসেম্বর ঢাকায় সমাবেশ কর্মসুচির ঘোষণা দেন তিনি।

প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় আরো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর