thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরিয়ার জন্য ৬.৫ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন

২০১৩ ডিসেম্বর ১৬ ২১:০৯:১৪
সিরিয়ার জন্য ৬.৫ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ সিরিয়ার জন্য ৬.৫ বিলিয়ন ডলারের মানবিক সাহায্যের আবেদন করেছে। অর্থের পরিমাণের দিক থেকে এটি ইতিহাসে সবচেয়ে বড় সাহায্যের আবেদন। খবর বিবিসির।

জাতিসংঘের দাবি মতে ২০১৪ সালে সিরিয়ার জনসংখ্যার তিন চতুর্থাংশেরই মানবিক সাহায্যের দরকার হবে। সংস্থাটির মতে, সিরিয়ার অর্ধেকেরও বেশি মানুষের খাদ্য, পানি ও চিকিৎসা সাহায্য দরকার।

জাতিসংঘের এই আবেদন ঘটনাক্রমে মিলে গেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির নতুন এক গবেষণার সঙ্গে। সেখানে বলা হয়েছে, আনাহার সিরিয়ার জনগণের জন্য এখন সবচেয়ে বড়ো হুমকি। আরো বলা হয়, কিছু কিছু এলাকায় রুটির দাম বেড়েছে ৫০০ ভাগ। জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনে একজন সিরীয় খাদ্য সংগ্রহ নিয়ে চিন্তিত।

ইউএস হিউম্যানিটারিয়ান প্রধান ভ্যালেরি আমোস ও ইউএন হাই কমিশনার ফর রিফিউজি আন্তোনিও গুটারিস সোমবার সুইজারল্যান্ডের জেনেভার সাহায্যের জন্য এই আবেদন জানান।

সাহায্যের ২.৩ বিলিয়ন ডলার যাবে সিরিয়ায় থাকা নাগরিকদের কাছে। বাকি ৪.২ বিলিয়ন খরচ হবে আশপাশের দেশে আশ্রয় নেওয়া সিরিয়দের সাহায্যে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর