thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

আতশবাজিতে আতঙ্ক

২০১৩ ডিসেম্বর ১৬ ২১:২৭:১৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের পরই ছিল আতশবাজির আয়োজন। কিন্তু দর্শনার্থীদের অনেকেরই জানা ছিল না বিষয়টি। ফলে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরপরই যখন আতশবাজি ফোটানো শুরু হলে কেউ কেউ ভয় পেয়ে ককটেল বিস্ফোরিত হয়েছে মনে করে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এসময় আহতও হয় কয়েকজন।

উদ্যানের কিছু অংশ হঠাৎ করেই কিছু সময়ের জন্য মাঠ ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে দর্শকরা ফিরে এসে উৎসব উপভোগ করতে থাকেন।

অনুষ্ঠানে আসা কয়েকজন অভিযোগ করে বলেন, আতশবাজি ফোটানোর কথা আগেই বলা উচিত ছিলো। আগে বললে এই ধরনের বিশৃংখল অবস্থা তৈরি হতো না।

(দ্য রিপোর্ট/এনইউডি/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর