thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরিয়ায় হেলিকপ্টার হামলায় ১২৫ জন নিহত

২০১৩ ডিসেম্বর ১৬ ২২:০১:২৫
সিরিয়ায় হেলিকপ্টার হামলায় ১২৫ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো জেলায় সিরিয় সেনাবাহিনীর হেলিকপ্টার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জন। খবর আল জাজিরার।

সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহরটিতে রবিবার হেলিকপ্টার থেকে ব্যারেল বোমার হামলার এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২৫ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন অনেক।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি ব্রিটেনভিত্তিক সংগঠন ৭৮ জন নিহত হওয়ার কথা জানায়। এর মধ্যে ২৮ জনই শিশু। সংগঠনটি এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় একভিস্টদের আপলোড করা ভিডিও ফুটেজে দেখা যায়, কারাম এল-বিক জেলায় এই হামলা চালানোর পর একটি রাস্তায় আগুন জ্বলছে এবং রাস্তাটি ধ্বংসাবশেষ ও ধূলায় পুরোপুরি ঢেকে গেছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, লোকজন আহতদের কম্বলে জড়িয়ে নিয়ে যাচ্ছে এবং বুলডোজারের মাধ্যমে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।

আল জাজিরাকে সিভিল ডিফেন্সের এক স্বেচ্ছাসেবক জানান, তারা সকাল থেকে ক্লান্তিহীনভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দশের চেয়ে বেশি স্থানে এই ব্যারেল বোমা ফেলা হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর