thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘নির্বাচনী ট্রেন বসে থাকবে না’

২০১৩ ডিসেম্বর ১৬ ২২:২০:২১
‘নির্বাচনী ট্রেন বসে থাকবে না’

চট্টগ্রাম সংবাদদাতা : নির্বাচনকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিরোধী দল ছাড়া নির্বাচন সুন্দর হয় না। আমরাও চাই না বিরোধী দল ছাড়া নির্বাচন হোক। কিন্তু কেউ না এলে তার জন্য নির্বাচনী ট্রেন বসে থাকবে না।

চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির এই মন্ত্রী অভিযোগে করেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটই তাদেরকে ছাড়া নির্বাচন করতে সরকারকে বাধ্য করছে। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করুন। ফলাফল যা আসে তা আমরা মেনে নেবো।’

জামায়াত-শিবিরসহ সহিংসতা সৃষ্টিকারীদের ‘হুঁশিয়ার’ করে মন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে ভবিষ্যতে আর কোন সন্ত্রাস ও নৈরাজ্য করতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করবে সরকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্নার সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল, মহিলা ভাইস-চেয়ারম্যান সাজেদা বেগম, মুক্তিযোদ্ধা নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর