thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মর্মান্তিক মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১৬ ২২:৩৮:১৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদের করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেললাইনে একটি যাত্রীবিহীন বাস ঘোরানোর সময় একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। বাসটি গিয়ে পড়ে রাস্তার পাশে থাকা এক শিশুর উপর। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত শিশুটিকে হিমু ও মোহাম্মদ মোমিন নামের দুই পথচারী উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১০/১১। তার পরনে ছিল খয়েরী রঙের ফুলহাতা সোয়েটার ও কালো ফুলপ্যান্ট।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর