thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

একসঙ্গে ১০ মৃত শিশু প্রসব

২০১৩ ডিসেম্বর ১৬ ২২:৪২:৩০
একসঙ্গে ১০ মৃত শিশু প্রসব

দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক মহিলা একসঙ্গে দশটি মৃত শিশু প্রসব করেছেন। সোমবার মহিলাটির চিকিৎসক ঘটনাটি জানান। খবর সিনহুয়ার।

চিকিৎসা বিজ্ঞানে এটি একটি রেকর্ড।

মধ্য প্রদেশের রিওয়া জেলার কোটি গ্রামের ২৮ বছর বয়স্ক নারী অঞ্জু কুসওয়াহা রবিবার রাতে হাসপাতালে নেওয়ার পথে নয় শিশু প্রসব করেন। দশম শিশুটি প্রসব করেন সঞ্চয় গান্ধী মেমোরিয়াল হসপিটালের অপারেশন টেবিলে।

কিন্তু দুঃখজনকভাবে সব শিশুই ছিল মৃত। নারীটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের চিকিৎসক এস কে পাঠক জানান, শিশুরা সবাই ১২ সপ্তাহের মধ্যেই মারা গেছে।

চিকিৎসকদের দাবিতে এটা ছিল এ পর্যন্ত জরায়ুতে একসঙ্গে থাকা সবচেয়ে বেশি ভ্রুণ। তবে ১৯৭১ সালে ইতালির রোমের এক চিকিৎসক ৩৫ বছর বয়সী এক নারীর জরায়ু থেকে ১৫টি ভ্রুণ অপসারণ করেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর