thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিজয় দিবসে রাজধানীতে প্রচণ্ড যানজট

২০১৩ ডিসেম্বর ১৬ ২২:৪৮:৪২

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকলেও রাজধানীতে সৃষ্টি হয়েছে প্রচণ্ড যানজট। বিজয় দিবস পালন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং বিশেষ বিশেষ পয়েন্ট দিয়ে যান চলাচল বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর ১২টার পর থেকে সৃষ্টি হতে থাকে যানজটের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো বাঙালি কণ্ঠে এক সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি উপলক্ষ্যে হাজার হাজার মানুষ সমাবেত হতে থাকে দুপুর ১২টা থেকেই। এসময় শাহবাগ হতে মৎস্য ভবন পর্যন্ত রাস্তাটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে করে ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলাটর এলাকায় এবং একই সঙ্গে ঝিগাতলা, সিটি কলেজ হয়ে সায়েন্সল্যাব ও শুক্রাবাদ কলাবাগান হয়ে সায়েন্সল্যাবের রুট দুটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনের আগত বিশেষ ব্যক্তিদের সুবিধার্থে আশপাশের সড়কগুলোতে সাধারণ যানবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে যাত্রবাড়ি, কমলাপুর, মতিঝিলসহ গুলিস্তান এলাকায় ব্যাপক যানজটের ‍সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/এইচআর/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর