thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আফগান অভিযান সম্পন্ন: ডেভিড ক্যামেরন

২০১৩ ডিসেম্বর ১৬ ২৩:৪৬:৪২
আফগান অভিযান সম্পন্ন: ডেভিড ক্যামেরন

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের সব সৈন্য এবার আফগানিস্তান থেকে দেশে ফিরতে পারবে- কেননা তাদের অভিযান সম্পন্ন রয়েছে। এমনটিই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী হেলমন্দের ক্যাম্প বসনের সৈন্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন। আর মাত্র এক বছর পর ব্রিটিশ কমব্যাট ফোর্সের সব সৈন্য দেশে ফিরবে।

সৈন্যদের সঙ্গে নাস্তা করার সময় প্রধানমন্ত্রী বলেন, সর্বনিন্ম পর্যায়ের নিরাপত্তা অর্জিত হয়েছে। তারা এখন মাথা উচুঁ করে দেশে ফিরতে পারবেন।

বর্তমানে ৫ হাজার ২ শত ব্রিটিশ সৈন্য আফগানিস্তানে অবস্থান করছে। চলতি বছরের শুরুর দিকে ছিলো ৯ হাজার জন সৈন্য। ২০০১ সাল থেকে চলা এই যুদ্ধে ৪৪৬ জন ব্রিটিশ সৈন্য নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর