thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বান্দরবানে অস্ত্রসহ মায়ানমারের নাগরিক আটক

২০১৩ ডিসেম্বর ১৭ ০০:১৫:৩৩
বান্দরবানে অস্ত্রসহ মায়ানমারের নাগরিক আটক

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ মায়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থৈল্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনতার সহায়তায় পুলিশ অস্ত্রসহ তাকে আটক করে।

তার নাম-প্রিতং মারমা প্রকাশ ক্যাচিং মারমা। এসময় তার কাছ থেকে ১টি এলজি রাইফেল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তি মায়নমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরকান (নুপা) সদস্য বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। সে মায়ানমারের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এপি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর