thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

নারী আইনজীবীকে মদের প্রস্তাব

কেলেঙ্কারিতে ভারতের সাবেক বিচারপতি

২০১৩ ডিসেম্বর ১৭ ০১:৫২:৩১
কেলেঙ্কারিতে ভারতের সাবেক বিচারপতি

কলকাতা প্রতিনিধি : শিক্ষানবিশ নারী আইনজীবীকে হোটেলের বিছানায় বসে মদ খাওয়ার প্রস্তাব দেওয়ায় কেলেঙ্কারিতে পড়েছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়।

সোমবার অভিযোগকারীর গোপন জবানবন্দির মূল অংশ প্রকাশ করলেন ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং। অভিযোগকারীর পূর্ণ সম্মতিতেই এই জবানবন্দি প্রকাশ করা হল বলে দাবি করেছেন তিনি।

তার জবানবন্দি অনুযায়ী, গত বছর ২৪ ডিসেম্বর নয়াদিল্লির লে মেরিডিয়ন হোটেলের ঘরে নিজে মদ্যপান করেছিলেন অশোক গাঙ্গুলি। তখন তাঁকেও মদ্যপানের জন্য বারবার তিনি চাপ দিচ্ছিলেন। তাঁর সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়েছেন বলেও বারবার দাবি করছিলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি।

অশোক গাঙ্গুলির ব্যবহারে অস্বস্তি হওয়ায় তাঁর থেকে দূরত্ব রাখার চেষ্টা করছিলেন তিনি, দাবি নিগৃহীতার। তিনি বলেছেন, আচমকাই তাঁর হাত টেনে ধরে অশোক গাঙ্গুলি বলতে শুরু করেন, তিনি তাঁকে কতটা ভালবাসেন। সরে যাওয়ার চেষ্টা করায় হাতে চুম্বন করে ভালবাসার কথা বারবার বলতে থাকেন অশোক গাঙ্গুলি। ওই আইনজীবীর অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও লিফটে তাঁর পিছু ধাওয়া করেন অশোক গাঙ্গুলি। চলে আরেকপ্রস্থ হেনস্থা পর্ব। অভিযোগকারিণীর বয়ানে ঘটনার দিনের বিবরণ এভাবে সামনে চলে আসায় স্বাভাবিকভাবেই জোরালো হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সাবেক বিচারপতির অশোককুমার গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের দাবি৷

বিজেপির পর এবার ইস্তফার দাবিতে সরব ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বলও৷ নিজে থেকে পদত্যাগ না করলে, কেন্দ্রের হস্তক্ষেপের ইঙ্গিত কেন্দ্রীয় আইনমন্ত্রীর৷ একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অরুণ বিজেপি নেতা জেটলি লিখেছেন, যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠেছে অশোককুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে৷ তা সত্ত্বেও তিনি যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ আঁকড়ে পড়ে রয়েছেন, তাতে তাঁর পদমর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে৷ পাশাপাশি প্রতিষ্ঠানেরও সম্মানহানি হচ্ছে৷

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ইস্তফা দাবি করেছেন অতিরিক্ত সলিসিটার জেনারেল ইন্দিরা জয়সিংহও৷ তাঁর ইস্তফার দাবি ক্রমে জোরালো হলেও, এদিন এনিয়ে কিছু বলতে চাননি অশোককুমার গঙ্গোপাধ্যায়৷

অশোককুমার গঙ্গোপাধ্যায়ের ইস্তফার দাবিতে সোমবার ভবানীভবনে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ দেখায় কয়েকটি সংগঠন৷

(দ্য রিপোর্ট/এসএম/এপি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর