thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বাড্ডায় সন্ত্রাসী হামলায় ২ জন নিহত

২০১৩ ডিসেম্বর ১৭ ০৯:৪০:২৭
বাড্ডায় সন্ত্রাসী হামলায় ২ জন নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলায় ২ জন নিহত হয়েছেন। এরা হলেন ফারুক হোসেন (২৪) ও মোহাম্মদ মিলন (৪৫)। এর মধ্যে মিলন গুলিতে এবং ফারুক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ফারুক হোসেন মধ্য বাড্ডার ময়নারবাগ এলাকার নির্মাণাধীন একটি ভবনে মাটি কাটার ঠিকাদার ছিলেন। মিলন সেখানে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় মাহমুদ নামে ওপর এক শ্রমিক গুলিবিদ্ধ হন।

আহত মাহমুদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঠিকাদার ফারুকসহ তারা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় তিন যুবক সেখানে এসে তাদের কাজ বন্ধ করতে বলে। তারা এ সময় কাজ বন্ধ করে উঠে দাঁড়ালে তিন যুবক তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে।

নির্মাণাধীন ভবনটির মালিক ফারুক জানান, দুদিন আগে ইন্টারনেট কল মারফত তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজোম্মেল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।

বাড্ডা থানার ওসি ইকবাল হাসান বলেন, এ ধরনের একটা ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

(দ্য রিপোর্ট/ এসআর/ কেজেএন/এমডি/শাহ/এইচএসএম/ ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর