thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ডায়না-দোদির মৃত্যুর সঙ্গে এসএএসের সংশ্লিষ্টতা নেই

২০১৩ ডিসেম্বর ১৭ ১০:৫৪:৩১
ডায়না-দোদির মৃত্যুর সঙ্গে এসএএসের সংশ্লিষ্টতা নেই

দ্য রিপোর্ট ডেস্ক : প্রিন্সেস ডায়না ও দোদি আল ফায়েদের মৃত্যুর সঙ্গে 'স্পেশাল এয়ার সার্ভিস' বা এসএএসের কোনো সংশ্লিষ্টতা নেই বলে প্রমাণ পাওয়া গেছে। ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ এ খবর জানিয়েছে।

গত আগস্ট মাসে মেট্রোপলিটন পুলিশ একটি চিঠিতে তাদের মৃত্যুর সঙ্গে সেনাবাহিনীর এক কর্মকর্তার যোগসাজশ আছে বলে তথ্য পায়।

তবে পুলিশ ওই সময় জানিয়েছিল, ‘তথ্যের তাৎপর্য ও যথার্থতা খতিয়ে দেখা হবে।’

সে সময় কয়েকটি ব্রিটিশ সাপ্তাহিকের প্রতিবেদনে বলা হয়েছিল এ সব তথ্য সেনাবাহিনীই পুলিশকে দিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এক ব্যক্তির নাম্বার থেকে নেওয়া বিবৃতি এবং নথি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দোদি আল ফায়েদের বাবা মোহাম্মদ ফায়েদ তদন্তের এ ফলাফলে হতাশ হলেও নিরুৎসাহিত হননি বলে তার আইনজীবী সাইমন ম্যাককে জানিয়েছেন।

মোহাম্মদ ফায়েদ জানান, এ ফলাফল ১৬ বছর ধরে চেপে রাখা এ ঘটনার ওপর আরেকটি প্রলেপ।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্স চালর্সের সাবেক স্ত্রী প্রিন্সেস ডায়না (৩৬) ও তার প্রেমিক দোদি আল ফায়েদ (৪২) প্যারিসের একটি সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহত হন। হ্যানরি পল তাদের ভাড়া করা মার্সিজিস গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িতে থাকা দোদি আল ফায়েদের দেহরক্ষী ট্রেভয় রিস-জোনস এ ‍দুর্ঘটনা থেকে বেঁচে যান।

দোদি আল ফায়েদকে নিয়ে রিজ হোটেল থেকে বেরোনোর পরই মোটরসাইকেল নিয়ে ডায়নার পিছু ধাওয়া করেন ছবি শিকারিরা।

এর আগে ২০০৮ সালে আইনি অনুসন্ধানের মাধ্যমে জানা গিয়েছিল যে, তাদের বেআিইনিভাবে হত্যা করা হয়েছে। তদন্তে চালক পলের অবহেলা ও ছবি শিকারীদের ধাওয়ার কারণেই ডায়নার মৃত্যু হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

বিচারক জানান, ছবি শিকারিদের ধাওয়া, পলের মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও সিটবেল্ট না পরার কারণেই তাদের মৃত্যু হয়েছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ শাহ/কেএন/ ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর