thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘তাদের কর্মকাণ্ডের আলামত ভালো নয়’

২০১৩ অক্টোবর ২৫ ১৬:০০:৪৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
‘তাদের কর্মকাণ্ডের আলামত ভালো নয়’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘মাঠে বিএনপি নয়, জামায়াত-শিবিরকেই বেশি দেখা যাচ্ছে। তাদের কর্মকাণ্ডের আলামত ভালো মনে হচ্ছে না। তারা যদি নাশকতার চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদি জামায়াত-শিবিরের রগকাটা বাহিনীকে সঙ্গে নিয়ে কোন ধরনের নাশকতার চেষ্টা করেন তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্সে যাবে।

তিনি অভিযোগ করেন, ১৮ দলীয় জোটের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা শর্ত ভঙ্গ করছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান করছেন। সবরকম নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর