thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ঝিনাইদহে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৫

২০১৩ ডিসেম্বর ১৭ ১১:১৯:৫৫
ঝিনাইদহে দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শৈলকুপার গোয়ালবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে সাবেক মেম্বার সাখাওয়াত ও টুলু গ্রুপের মধ্যে বিরোধ চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষ ঢাল-সরকি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সামাজিক দলবদল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

(দ্য রিপোর্ট/টিএম/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর