thereport24.com
ঢাকা, বুধবার, ৯ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১৩ মহররম 1447

ববি হাজ্জাজকে দেশের বাইরে পাঠানো হলো!

২০১৩ ডিসেম্বর ১৭ ১১:২৫:২২
ববি হাজ্জাজকে দেশের বাইরে পাঠানো হলো!

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে সোমবার মধ্যরাতে একটি বিমানে করে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করা শর্তে এ তথ্য জানিয়েছেন। ববি হাজ্জাজের লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির গবেষণা বিভাগের গণমাধ্যম কর্মকর্তা গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘স্যারকে গতকাল (সোমবার) রাতে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তবে সরকার নাকি পরিবারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেননি।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর এরশাদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/শাহ/এমডি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর