thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতা হতে পারে’

২০১৩ ডিসেম্বর ১৭ ১১:৫১:৫৪
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতা হতে পারে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ আর সম্ভব নয়। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।’

রাজধানীর সেতু ভবনে মঙ্গলবার সকালে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া পয়েন্টে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

চুক্তি স্বাক্ষর শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য বিরোধী দলের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে বিরোধী দল তা অস্বীকার করেছে। তারপরও তো সবার সামনে দুটি আলোচনা হয়েছে। এখন নির্বাচন যে অবস্থায় আছে, এই অবস্থায় বিরোধী দলকে এই নির্বাচনে অ্যাডজাস্ট করা সম্ভব নয়। ফলে একাদশ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে একটি সমাঝোতায় পৌঁছানো সম্ভব। যা নির্বাচন কমিশনের বক্তব্যের মাধ্যমেও প্রমাণিত হয়েছে।’

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হচ্ছে কিনা বা আগামী বছরই এই নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সংকট সমাধানে আলোচনা হতে থাকলে কথায় কথায় প্রসঙ্গটি চলে আসবে। তার মানে আমি এটা নিশ্চিত করছি না যে, বিরোধী দলের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বিষয়টি চলেও আসতে পারে, সেটা আমার জানা নেই। আর এই নির্বাচন কবে হবে তা নির্ভর করছে বিরোধী দলের সঙ্গে আলোচনায় একটি সমাধানে পৌঁছানোর পর। আলোচনায় পৌঁছানোর পর যে কোনো সময় এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪জন সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যে ১৫৪জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। বিষয়টি সরকার গঠনের মতো জায়গায় চলে এসেছে। এটা আমাদের (সরকার) প্লাজেন্ট কোনো বিষয় না, সুখকর কোনো বিষয় না। তারপরও এটায় বাস্তবতা। সংবিধানকে সমুন্নত রাখতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচিত বলে ঘোষণা না করার কোনো বিকল্প নেই।’

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচনী পর্ব এ যাত্রায় অতিক্রম করলেও উগ্রবাদী সহিংসতার রেশ সহজে শেষ হবে না। সারা বিশ্বে আন্দোলন সংগ্রাম হয় জনসমাগমের উপর নির্ভর করে। কিন্তু বর্তমানে দেশে যা হচ্ছে তা হলো আন্দোলনের নামে নাশকতা। নাশকতার ঘটনাগুলো এমন যে, ’৭১ সালের কিছু কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় রাজনীতিকদের বিবেক ও আত্মমর্যাদার পরিচয় পাওয়া যায়। র‌্যাংকিং বলেন আর পাবলিক পারসেপশন বলেন, আমাদের রাজনীতিকদের বিবেক ও আত্মমর্যাদা বিকিয়ে দেওয়ার যে প্রবণতা তাতে জনগণের কাছে আমাদের অবস্থান খুবই খারাপ জায়গায়। হয়তো এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে, কিন্তু আমার আশঙ্কা রাজনীতিবিদদের বিবেক ও আত্মমর্যাদা বিকিয়ে দেওয়ার প্রবণতা আদৌ শেষ হবে কি না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি থাকা একপ্রকার গ্রেফতার থাকাই। জাতীয় পার্টির কে কে নির্বাচনে অংশ নিবে বা সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকবে এটা তাদের নিজস্ব ব্যাপার। এরশাদের মুক্তির দাবিতে নেতাকর্মীরা হরতালের কর্মসূচি দিয়েছে, তার সহধর্মিনী তো কোনো কর্মসূচি দেননি। তিনি তো এখনও নির্বাচনেও আছেন মন্ত্রিসভায়ও আছেন।’

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি এরশাদ নিয়ে সর্বশেষ বলে কিছু নেই। এরপর আরো অনেক কিছুই বাকি রয়েছে। আমি ১৩ ডিসেম্বরের কথা বলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ৫ জানুয়ারির আগে এর শেষ হবে না।’

(দ্য রিপোর্ট/এইচআর/এইচএসএম/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর