thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘অর্থনৈতিক মন্দার কারণে জনশক্তি রফতানি কমেছে’

২০১৩ ডিসেম্বর ১৭ ১২:২৪:৩৪
‘অর্থনৈতিক মন্দার কারণে জনশক্তি রফতানি কমেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থনৈতিক মন্দার কারণে জনশক্তি রফতানি কমেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আশঙ্কায় ছিলাম বিদেশ থেকে জনশক্তি ফিরে আসবে। কিন্তু তা হয়নি, বরং এ বছর ৪ লক্ষাধিক মানুষ বিদেশে পাঠানো সম্ভব হয়েছে।

আগের ২ বছর ৬ লাখ মানুষ বিদেশ পাঠানো হয়েছে। এবার তা কম হওয়া ব্যর্থতা কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা ব্যর্থতা নয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণেই এমনটা হয়েছে।

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত চারদলীয় জোট সরকারের ৫ বছরে ১৩ লাখ লোক বিদেশে পাঠানো হয়েছে। আর বর্তমান সরকারের ৫ বছরে লোক গেছে ২৪ লাখ। যা তাদের আমলের চেয়ে প্রায় দ্বিগুণ।’

বর্তমান সরকারের আমলে নতুন নতুন বাজার সৃষ্টি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি জোটের সময় ৯৭টি দেশে জনশক্তি রফতানি হতো এখন ১৫৭টি দেশে যাচ্ছে। আমরা নতুন করে ৬০টি দেশে জনশক্তি রফতানির বাজার তৈরি করেছি।’

তিনি বলেন, ‘আমরা নতুন বাজার তৈরি করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে অর্থনৈতিক মন্দা কেটে উঠলে ব্যাপক হারে লোক পাঠাতে সক্ষম হব।’

মোশাররফ বলেন, শুধু নতুন নতুন বাজার তৈরি নয়, সৌদি আরবে ৭ লাখ লোক অবৈধ ছিল তাদের বৈধতায় আনতে সক্ষম হয়েছি। মালয়েশিয়াসহ সব দেশ মিলে এ সরকার প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতায় আনতে সক্ষম হয়েছে।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আগে ভিটেমাটি, ঘরবাড়ি বিক্রি করে বিদেশে যেতে হতো। কিন্তু এখন তা করতে হয় না। কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়েই যেতে পারেন।’

বিদেশে গিয়ে অনেকে কাজ করতে পারছেন না এবং নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা। আমরা তাদের যথাযথভাবে পাঠিয়েছি, কাজ দিয়েছি। এখন যদি কেউ সে কাজ করতে অক্ষম হয়, তাহলে সেটা দায় কার? তারপরও যদি এ ধরনের কেউ থেকে থাকেন তাহলে সমস্যা সুরাহার চেষ্টা করা হবে।’

অবরোধের কারণে শ্রমবাজারে প্রভাব পড়ছে কিনা- এমন প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, ‘অবরোধে অন্যান্য সেক্টরে ক্ষতি হলেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানীতে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/কেএ/শাহ/এমডি/ ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর