thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির আটক

২০১৩ ডিসেম্বর ১৭ ১৩:২০:৫৫
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির আটক

যশোর সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আরশাদুল আলমকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সদরে পিকেটিংকালে তাকে আটক করা হয়। এ সময় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ১৮ দলের অবরোধ চলাকালে যৌথবাহিনীর সদস্যরা ঝিকরগাছা বাজারের বিএনপি কার্যালয়ের সামনে অবরোধকারীদের ধাওয়া করে। এ সময় অবরোধকারীরা পালানোর সময় বেশ কয়েকজন আহত হন।

ঝিকরগাছা থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, যৌথবাহিনীর সদস্যরা সেখান থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা আরশাদুল আলমকে আটক করে। পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নূরুন্নবী অভিযোগ করেন, যৌথবাহিনীর সদস্যরা মাওলানা আরশাদুল আলমকে আটকের পর বেধড়ক মারপিট করেছে। এ ছাড়া কিছু চেয়ার ভাঙচুর করা হয়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, যৌথবাহিনীর ধাওয়া ও মারপিটে ছাত্রদলের অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর