thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত, চ্যালেঞ্জ করে রিট

২০১৩ ডিসেম্বর ১৭ ১৩:৩৭:৩৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত, চ্যালেঞ্জ করে রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করাকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ নম্বর বিধি বাংলাদেশ সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫ (২), ১২১, ১২২ (১) ধারার সঙ্গে সাংঘর্ষিক কিনা তাও জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে একক প্রার্থীর ক্ষেত্রে তাকে জনগণ পছন্দ করে কিনা এ ব্যাপারে হ্যাঁ/না ভোটের ব্যবস্থার জন্যও আবেদন জানানো হয়েছে।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালামের পক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনে সচিব মন্ত্রীপরিষদ, আইন, নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ‘সংবিধানে বলা আছে, জনগণ দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে। অথচ জনগণের ভোট ছাড়াই কেউ নির্বাচিত হবেন তা বলা নেই। অথচ আমরা জানতে পেরেছি ১৫৪ জন বা তার বেশি প্রার্থী সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা অন্যদের সঙ্গে সমঝোতা করে অনেক জায়গায় একক প্রার্থী দিয়েছি ।’

তিনি বলেন, ‘কাউকে নির্বাচনে নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সামনে আসতে হবে। এজন্য তাকে নির্বাচিত করার ব্যাপারে হ্যাঁ/না ভোটের ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে।’

অপরদিকে এ শুনানি শেষ না হওয়া পর‌্যন্ত যারা এককভাবে নির্বাচিত হবেন, তাদেরকে যেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা না হয় সে ব্যাপারেও আদেশ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীতা প্রত্যাহারের দিন একক প্রার্থী থাকায় ১৫৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সূত্র ধরেই মূলত এ রিট করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/ এমডি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর