thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘দশম জাতীয় সংসদ নির্বাচন ওভার’

২০১৩ ডিসেম্বর ১৭ ১৩:৪২:২৭
‘দশম জাতীয় সংসদ নির্বাচন ওভার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন ওভার, আলোচনা হতে পারে একাদশ নিয়ে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

কাদের মোল্লার রায় সম্পর্কে তিনি বলেন, বিচার হয়েছে বাংলাদেশের আদালতে, আর এ রায়ের বিরুদ্ধে রেজ্যুলেশন পাস হয় পাকিস্তানের সংসদে। হুমকি দেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুরঞ্জিত আরও বলেন, যেসব বিদেশি বন্ধু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তাদের দেশেও এ রকম নির্বাচন আগে অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জর্জ ওয়াশিংটনের সময় এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমেরিকায়। আমাদের দেশেও নতুন বাস্তবতা মেনে নতুন সরকারকে গ্রহণ করতে হবে।

অনেকেই জিজ্ঞাসা করেন, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছি কিনা। আমি বলি এমপি এখন দুই রকম। এলাকায় গিয়ে এমপি আর এলাকায় না গিয়ে এমপি। যেভাবেই এমপি হোন দশম সংসদ নির্বাচন নিয়ে আলোচনার আর কোনো সুযোগ নেই। আলোচনা হতে পারে একাদশ নির্বাচন নিয়ে।

(দ্য রিপোর্ট/বিকে/এএস/শাহ/এমডি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর