thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

ফাইন ফুডসের দর বাড়ার কারণ নেই

২০১৩ ডিসেম্বর ১৭ ১৪:০৬:২৯
ফাইন ফুডসের দর বাড়ার কারণ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোনও মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ নেই বলে জানানো হয়।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত এক মাসের (১৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর) ২১ কার্যদিবসে সামান্য দর সংশোধনের পর এ শেয়ারের দর বেড়েছে প্রায় ১০ টাকা বা ৬০ শতাংশ।

এটি একটি স্বল্প মূলধনী কোম্পানি। এর পরিশোধিত মূলধন ১২ কোটি ৮০ লাখ টাকা।

৩০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী লোকসান ৭০ লাখ টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ০.০৬ টাকা। ৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য ঘোষিত ২ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ০.০৫ টাকা।

বর্তমানে এ শেয়ারের মূল্য আয় অনুপাত ঋণাত্মক।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর