thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত দুই

২০১৩ ডিসেম্বর ১৭ ১৪:১৫:১০
টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত দুই

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মুক্তিযোদ্ধা ও শিশু নিহত হয়েছেন। এতে অন্তত আট যাত্রী আহত হয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার সকাল ৮টার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গাজীপুর গ্রামের রাশেদুল ইসলামের শিশুকন্যা রুনা (৯) এবং পঞ্চগড় জেলার হাড়িবাসা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (৬৫)। আহতদের জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের বাস মহাসড়কের জামুর্কী এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

(দ্য রিপোর্ট/এআর/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর