thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

খালেদ খানের অবস্থা অপরিবর্তিত

২০১৩ ডিসেম্বর ১৭ ১৪:৩৮:৪২
খালেদ খানের অবস্থা অপরিবর্তিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : খালেদ খানের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত আছে। তার স্ত্রী রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক বুধবার দুপুরে দ্য রিপোর্টকে একথা জানান। খালেদ খান রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

তিনি জানান, খালেদের শারীরিক অবনতির কথা শুনে আত্মীয়, সতীর্থ ও শুভানুধ্যায়ীরা আসছেন তাকে দেখতে। এরই মধ্যে আতাউর রহমান, লাকী ইনাম, নাসিরুদ্দিন ইউসুফ, ঝুনা চোধুরী, অমৃতা খান, আইয়ুব বাচ্চু, সাংবাদিক আবেদ খান এবং নাগরিক নাট্যাঙ্গন ও সুবচন নাট্য সংসদের বেশ কয়েকজনকর্মীসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তাকে দেখে গেছেন।

আশির দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন খালেদ খান। তিনি হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক 'এইসব দিনরাত্রি' ও ইমদাদুল হক মিলনের 'রূপনগর' নাটকে অভিনয় করেন। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে তিনি ৩০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন ১০টিরও বেশি নাটক। অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের 'রক্তকরবী' নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন। নিদের্শনা দিয়েছেন সুবচন নাট্য সংসদের 'রূপবতী'।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর