thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজনৈতিক সঙ্কট নিরসনে ৭ দফা দাবি ডিআরপির

২০১৩ ডিসেম্বর ১৭ ১৪:৪২:৩২
রাজনৈতিক সঙ্কট নিরসনে ৭ দফা দাবি ডিআরপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংলাপ-সমঝোতার মাধ্যমে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে ৭ দফা দাবি তুলে ধরেছে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি (ডিআরপি)।

তাদের এই দাবি আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে, ২৭ ডিসেম্বর থেকে হাসিনা-খালেদাকে বর্জন ও অনশন কর্মসূচি পালন করবে দলটি।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট ও তার সমাধান’ শীর্ষক এ সাংবাদিক সম্মেলন আয়োজন করে ডিআরপি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র ও ককটেল একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মো. আনিসুজ্জামান খোকন।

তিনি বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সাধারণ জনগণ হরতাল পালন করে না বলে আপনারা (বিএনপি-জামায়াত) ককটেল মেরে তা পালন করতে বাধ্য করবেন তাতো হবে না। তাহলে তো আপনারা রাজনীতিবিদ না, আপনারা সন্ত্রাসী।

দুই নেত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশ ও মানুষের জানমাল রক্ষার্থে আপনারা গোলটেবিল বৈঠক করে চলমান সঙ্কট সমাধান করুন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ, এটিএম রফিক, গোলাম মোস্তফা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/শাহ/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর