thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কূটনীতিক গ্রেফতার ইস্যুতে বৈঠক বাতিল করলেন রাহুল

২০১৩ ডিসেম্বর ১৭ ১৪:৪৫:৩৩
কূটনীতিক গ্রেফতার ইস্যুতে বৈঠক বাতিল করলেন রাহুল

কলকাতা প্রতিনিধি : ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের গ্রেফতারিকে কেন্দ্র করে দিল্লি-ওয়াশিংটন বিরোধ এখন চরমে। বিরোধ এটতাই যে মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধিদলের সঙ্গে প্রস্তাবিত বৈঠকও বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

দেবযানীর বিরুদ্ধে জাল ভিসার সাহায্যে সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয় পরিচারীকাকে আমেরিকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন।

গত বৃহস্পতিবার সকালে মেয়েকে স্কুলে রেখে আসার পথে তাকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তার জামাকাপড় খুলে তল্লাশি করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

একজন কূটনীতিককে এভাবে হেনস্থা করাকে বর্বরোচিত বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। যদিও মার্কিন স্বরাষ্ট্রদফতর শনিবার জানিয়ে দিয়েছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা চুক্তিতে যা বলা রয়েছে, তার আওতায় দেবযানী পড়েন না।

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/রাসেল/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর