thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

জাতীয় পার্টির বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:১১:৪৭
জাতীয় পার্টির বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাপার নেতা-কর্মীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের কার্যালয়ের গেটের ভেতর আটকে রেখে বাইরে অবস্থান নেয় পুলিশ।

অন্যদিকে, জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়েও নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর দ্য রিপোর্টকে জানান, পূর্বঘোষিত ৩টার বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। কিন্তু পুলিশ তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। এছাড়া তারা আমাদের নেতাকর্মীদের কার্যালয় থেকে সরিয়ে দেয় এবং সেখানে অবস্থান নেয়।

পুলিশ এ সময় কার্যালয়ের সামনের তিনটি রাস্তা দিয়ে রিকশাসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এমনকি পথচারীদের চলাচলও সীমিত করে দেয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, জাতীয় পার্টির বিক্ষোভ কর্মসূচি ঘিরে কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, নিরাপত্তার স্বার্থে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিজয় নগরের পুরান কার্যালয়ে (২৭/৮-এ তোপখানা রোড) পাঠিয়ে দেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় উভয় অফিসে দুই থেকে তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেখানে দায়িত্বরত শাহবাগ থানার পরিদর্শক এম এ জলিল বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান নিয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/কেজেএন/এমএআর/ এমডি/লতিফ/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর