thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:১৩:০১
সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। শুরুতে বাজারে ঊর্ধ্বগতি থাকলেও দুপুর ১টার পর থেকে সূচক নিম্নমুখী হতে থাকে। দিনশেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭২ লাখ ১ হাজার টাকা।

রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮০ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৪৯৭ কোটি ৬০ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক মঙ্গলবার দিনশেষে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪০২ পয়েন্টে। লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮৬ লাখ টাকা। রবিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ১০ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/লতিফ/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর