thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:১৪:৪৯
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির ক্যাডারা। মঙ্গলবার বেলা তিনটায় কালিগঞ্জের চৌমুহুনী বাজারে জামায়াত-শিবির ক্যাডাররা ধারাল অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মারা যান। তার বাড়ি উপজেলার চাচাই গ্রামে।

কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, সকাল থেকে বিষ্ণুপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছিল।এ অভিযানে সহযোগিতা করছিলেন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন। যৌথ বাহিনী অভিযান শেষে সেখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে জামায়াত শিবির তাকে কুপিয়ে হত্যা করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

(দ্য রিপোর্ট/ এমআর/ এমডি/লতিফ/ ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর