thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ঢাবিতে ছাত্রলীগের অবস্থান

২০১৩ অক্টোবর ২৫ ১৬:৩৯:০১
ঢাবিতে ছাত্রলীগের অবস্থান
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নিয়েছে। সংগঠনটির কর্মীরা মোটর সাইকেল মহড়াসহ ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল করছে। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম দিরিপোর্ট২৪কে বলেন, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতেই এই সর্তক অবস্থান নেয়া হয়েছে। জামায়াত শিবির কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ আলী বলেন, ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

(দিরিপোর্ট২৪/সৌরভ/মৌমিতা/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর