thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘গুলি করে আন্দোলন থামানো যাবে না’

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:১৮:১৪
‘গুলি করে আন্দোলন থামানো যাবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলি করে বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অবরোধের সমর্থনে মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল শেষে সুপ্রিমকোর্ট বারের শহীদ শামসুল হক হলে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ সরকারকে জনগণ আর দেখতে চায় না। যার কারণে গুলি করার পরও আন্দোলন থামাতে পারছে না।’ খুব তারাতারি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আহ্বান জানান। একই সঙ্গে যারা এভাবে গণতান্ত্রিক অধিকার পালনে সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে তাদের আন্তর্জাতিক আইনের অধীনে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন, সহ-সম্পাদক সাইফুর রহমানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এস/এমসি/লতিফ/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর