thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:২৭:৫৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় মহাসড়কের মিয়াবাজার এলাকায় হাইওয়ে হোটেল টাইমস স্কয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্য বলে জানা গেছে।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মো. সাহাবুদ্দিন দ্য রিপোর্টকে জানান, বেপরোয়া গতিতে চালানো ঢাকামুখী ট্রাক ও চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান যাত্রী পুলিশ সদস্য মোশারফ নিহত হন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্য।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেডপি/এএস/লতিফ/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর