thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চট্টগ্রামে দুই মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ১৭ ১৬:০১:১৭
চট্টগ্রামে দুই মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা ও গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ও জামালপুর গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম নাসিমা আক্তার (৩৫)। তার বাড়ি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে। তার স্বামীর নাম এমরান হোসেন ওরফে গুঁড়া মিয়া। তবে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাড়া এলাকায় রাস্তার পাশে এক তরুণীর (২২) গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসে।
অপরদিকে একই সময়ে বারইয়ারহাট পৌরসভাধীন জামালপুর গ্রামের হেদায়েত উল্লার বাড়ি থেকে নাসিমা আক্তার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।
নাসিমার ভাই সাহাব উদ্দিন জানান, তার এক আত্মীয়ের কাছে বোনের মৃত্যুর খবর পেয়ে থানায় আসেন। তবে মৃত্যুর কারণ তিনি জানেন না বলে দাবি করেন।
উভয় ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান জোরারগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. আলমগীর।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/রাসেল/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর