thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

দেশ অচল করে দেওয়ার হুমকি শিবির নেতার

২০১৩ অক্টোবর ২৫ ১৬:৪৩:২৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দেশ অচল করে দেওয়ার হুমকি শিবির নেতার
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি না দিলে সারাদেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুল জব্বার।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার দুপুরে ১৮ দলের সমাবেশে তিনি এ হুমকি দেন।

তিনি বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দোলোয়ার হোসেনসহ সারাদেশে আটক নেতাকর্মী এবং জামায়াত নেতাদের মুক্তি না দিলে রাজপথ দখলে করে দেশ অচল করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যায়িত করে তিনি আরো বলেন, তার হাতে এ দেশের ৫৫ হাজার বর্গমাইলের ভূখণ্ড রক্তে রঞ্জিত হয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সরকার একদিকে সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে, অন্যদিকে প্রতিনিয়ত জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে।

‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জনগণের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করে, জুলুম নির্যাতন করে অতীতে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না’- জানান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল।

পুলিশি প্রহরায় দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী লালন করা হচ্ছে বলেও অভিযোগ করেন এ শিবির নেতা।

(দিরিপোর্ট২৪/ম্যোমিতা/এমএআর/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর