thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

খালেদা জিয়ার বক্তব্য শুরু

২০১৩ অক্টোবর ২৫ ১৬:৪৬:৩৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
খালেদা জিয়ার বক্তব্য শুরু
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকাল ৪টায় তিনি মঞ্চে আসেন।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে দুপুর সোয়া ২টায় জোটের সমাবেশ শুরু হয়।

সঞ্চালন করছেন চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। বিএনপি ও জামায়াত শিবিরের অঙ্গ সংগঠনের নেতাদের বক্তৃতার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

এদিকে সকাল থেকে বৃষ্টি সত্বেও সমাবেশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সোহরাওর্য়াদী উদ্যানের ভিতর থেকে শুরু করে মৎস ভবন মোড় ও শাহাবাগ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। সমাবেশে যোগ দিতে আসা বেশিরভাগ কর্মীকেই জামায়াত শিবিরের শ্লোগান এবং ব্যানার বহন করতে দেখা যায়।

আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব।

(দিরিপোর্ট২৪/আরএম/এমএআর/এমডি/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর