thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষক পাঠানো অনিশ্চিত’

২০১৩ ডিসেম্বর ১৭ ১৬:৪৩:৫০
‘বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষক পাঠানো অনিশ্চিত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পর্যবেক্ষণ করা সম্ভব নয় বলে জানিয়েছে ডেমোক্রেসি ওয়াচ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের সঙ্গে দেশিয় এই পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক তালেয়া রহমান।

সিইসির কার্যালয়ে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তালেয়া রহমান বলেন, ‘চলমান রাজনৈতিক সহিংসতা বজায় থাকলে নির্বাচনে বিভিন্ন এলাকায় তাদের দেশিয় পর্যবেক্ষক পাঠানো অনিশ্চিত।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে আলোচনা করেছি। আমরা কমিশনকে বলেছি সার্বিক অবস্থা বজায় থাকলে পর্যবেক্ষক পাঠানো কঠিন হয়ে যাবে।’

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আব্দুল আলীম এ সময় বলেন, ‘আমরা তফসিল ঘোষণার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বর্তমানে ১৪৬টি নির্বাচনী এলাকায় ১৮০ জন পর্যবেক্ষক কাজ করছে। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি রিপোর্ট আমরা আপনাদের (সাংবাদিক) দিতে পারব।’

সংস্থার তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) সমন্বয়ক ড. নাজমুল আহসান কালিমুল্লাহ।

(দ্য রিপোর্ট/এমএস/নূরু/এমএআর/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর