thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

রাজনৈতিক সহিংসতা

আর্থিক ক্ষতি নিরূপণে জরিপের উদ্যোগ এফবিসিসিআই’র

২০১৩ ডিসেম্বর ১৭ ১৭:১৫:৫৩
আর্থিক ক্ষতি নিরূপণে জরিপের উদ্যোগ এফবিসিসিআই’র

আমিনুল ইসলাম,দ্য রিপোর্ট: হরতাল-অবরোধ এবং রাজনৈতিক সহিংসতায় অর্থনীতি কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণে জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধে দেশে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নির্ণয় করাই এ জরিপের মূল উদ্দেশ্য।

আর্থিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ খাতভিত্তিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এ জরিপ পরিচালনা করা হবে। জরিপের ফলাফল পরবর্তীতে সরকারের কাছে উপস্থাপন করা হবে। এ লক্ষে ইতোমধ্যে এফবিসিসিআই’র অধিভুক্ত সকল চেম্বার ও এসোসিয়েশনের সভাপতিকে গত ১৪ ডিসেম্বর চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্টদের খাতভিত্তিক ক্ষতি এবং আর্থিক ক্ষতির পরিমাণ জানানোর জন্য বলা হয়েছে। এ ছাড়া অধীনস্থ সদস্যদের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাও জানাতে বলা হয়েছে। এজন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এআই/নূরু/এইচকে/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর