thereport24.com
ঢাকা, সোমবার, ১১ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৬ সফর 1447

অনুৎপাদশীল মডার্ন, রহিমা ও সিভিও ‘জেড’ ক্যাটাগরিতে

২০১৩ ডিসেম্বর ১৭ ১৭:৩১:৪৯
অনুৎপাদশীল মডার্ন, রহিমা ও সিভিও ‘জেড’ ক্যাটাগরিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা ৬ মাসেরও বেশি সময় ধরে উৎপাদনে না থাকায় তিন কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানি তিনটি হলো- বন্ত্র খাতের মডার্ন ডাইং, খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুড এবং সিভিও পেট্রোকেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৮ ডিসেম্বর, বুধবার থেকে এ তিন কোম্পানির লেনদেন ‘জেড’ ক্যাটাগরির আওতায় হবে। সেটেলমেন্ট অব স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশন রেগুলেশন ১৯৯৮ অনুযায়ী কোন কোম্পানি একটানা ৬ মাস উৎপাদনের না থাকলে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ শাস্তিস্বরূপ কোম্পানির ক্যাটাগরি অবনমন করে দিতে পারে।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে উল্লিখিত তিনটি কোম্পানির উৎপাদন বিগত ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

এরই ধারাবাহিকতায় মর্ডান ডাইংকে ‘বি’ থেকে ‘জেড’ এবং রহিমা ফুড ও সিভিও পেট্রোকেমিক্যালকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর