thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পাকিস্তানের হাইকমিশনারকে তলব : ক্ষুব্ধ সরকার

২০১৩ ডিসেম্বর ১৭ ১৭:৪১:৩১
পাকিস্তানের হাইকমিশনারকে তলব : ক্ষুব্ধ সরকার

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাসের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে মঙ্গলবার বিকেলে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশিকে মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে ডেকে এনে পররাষ্ট্র সচিব মুস্তাফা কামাল দ্বি-পক্ষীয় বৈঠক করেন। বৈঠকে কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘অসন্তোষ’ প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকার যে এই বিষয়ে ক্ষুব্ধ তাও কড়া ভাষায় পাকিস্তানের হাইকমিশনারকে জানানো হয়।

পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াবকে আরো জানানো হয়, ‘কাদের মোল্লার ফাঁসির ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকা শিষ্টাচার বর্হিভূত।’

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মঙ্গলবার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার আমাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে পাকিস্তানের অবস্থান কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে অনেক দেশ ও সংস্থা বিবৃতি দিয়েছে। তাদের সবাইকেই প্রতিবাদ জানানো হচ্ছে। সরকার কারো ভয়ে ভীত নয়।’

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাসের ঘটনা ‘দুর্ভাগ্যজনক ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী’ বলে উল্লেখ করেন।

(দ্য রিপোর্ট/জেআইএল/এমএআর/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর