thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শিগগির রাজধানীতে যৌথবাহিনীর অভিযান : ডিএমপি

২০১৩ ডিসেম্বর ১৭ ১৭:৪৪:০৩
শিগগির রাজধানীতে যৌথবাহিনীর অভিযান : ডিএমপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিগগির রাজধানীতেও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

ডিবির মিন্টো রোডের কার্যালয়ে মঙ্গলবার সংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ঢাকার বাইরে সহিংসতাকারীদের গ্রেফতারে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান হয়েছে, ঢাকায়ও এমন অভিযান চালানো হতে পারে।

এ ছাড়া মতিঝিল এলাকায় ১৩ ডিসেম্বর গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন ব্যক্তির দেওয়া তথ্যেরভিত্তিতে তিনজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

তিনি জানান, তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা করে মতিঝিলের ঘটনায় ১৫ ডিসেম্বর ১১ জনের ছবি দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পুলিশ।

মনিরুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছে। এর মধ্যে তিনজনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। এসব তথ্য যাচাই শেষে তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে।

(দ্য রিপোর্ট/এনইউডি/নূরু/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর