thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বর্তমান সরকার অবৈধ : খালেদা

২০১৩ অক্টোবর ২৫ ১৬:৫৪:৩৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বর্তমান সরকার অবৈধ : খালেদা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ। এই সরকার ক্ষমতা দখল করে জনগণকে অবরুদ্ধ করে রেখেছে, তারা রাস্তাঘাট অবরোধ করে রেখেছে। তারা অবৈধ সরকার হয়ে যদি জনগণকে অবরোধ করে রাখতে পারে তাহলে আমরা অবরোধ করলে তাদের বাধা দেওয়ার কোনো অধিকার থাকবে না।’ তিনি শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।



খালেদা জিয়া বলেন, ‘আজকের সমাবেশ সম্পর্কে আমরা আগের থেকেই ঘোষণা দিয়েছি। কিন্তু তারা সমাবেশ করতে দেওয়া না দেওয়া নিয়ে অনেক ঘটনা ঘটিয়েছে। অবশেষে রাত দেড়টায় সমাবেশ করার অনুমতি দেয়। বর্তমান সরকার দাবি করে, তারা জনগণের সরকার। তারা যদি জনগণের সরকার হলে জনগণকে সমাবেশ করার অনুমতি দিত। আসলে তারা জনগণের সরকার নয় বলে সমাবেশ করতে দিতে ভয় পায়।’
প্রধান বিরোধী দলের নেত্রী বলেন, ‘বর্তমান সরকার লাখ লাখ মানুষ গুম করেছে। বিশেষ বাহিনীর মাধ্যমে এই গুম হয়েছে। এই বাহিনীতে কে কে আছে তা আমরা জানি। কোন কোন গাড়িতে করে গুম করা হয়েছে তাও আমরা জানি। ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে কোন গাড়িতে করে গুম করা হয়, তাও জানা আছে।’
খালেদা জিয়া বলেন, ‘আপনারা যে কর্মসূচি চান, আমি সেই কর্মসূচিই দিব।’ এই সময়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ‘হরতাল’, ‘হরতাল’ বলে শ্লোগান দিতে থাকে।
(দিরিপোর্ট২৪/রানা/আমান/এইচএসএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর