thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আন্না হাজারেকে রাহুলের সমর্থন

২০১৩ ডিসেম্বর ১৭ ১৭:৪৭:১০
আন্না হাজারেকে রাহুলের সমর্থন

দ্য রিপোর্ট ডেস্ক : আন্না হাজারের চিঠির জবাবে তাকে ধন্যবাদ ও দাবির প্রতি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। লোকপাল বিল নিয়ে রাহুলের এ সমর্থনে আজকের (মঙ্গলবার) রাজ্যসভায় তা পাস হওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো। খবর এনডিটিভির।

এর আগে রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি দেন মানবাধিকার কর্মী ও গান্ধীবাদী আন্না হাজারে। হাজারের চিঠির জবাবে বিলটি পাসের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন রাহুল।

৭৬ বছর বয়সি আন্না তার চিঠিতে রাহুলের পদক্ষেপকে স্বাগতম জানান। এ বিলটির জন্য জনগণ অপেক্ষা করছে এবং এতে সাধারণ জনতা উপকৃত হবে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

জবাবে আন্নাকে ধন্যবাদ জানিয়ে রাহুল গান্ধী (৪৩) লেখেন, ‘আপনার চিঠিতে আমি খুবই উৎসাহিত হয়েছি। দেশকে একটি শক্তিশালী লোকপাল বিল দেওয়ার ক্ষেত্রে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

এ ক্ষেত্রে আন্নার ভূমিকাকে তারা শ্রদ্ধা জানান বলেও উল্লেখ করেন রাহুল।

২০১১ সালে দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাসের দাবিতে অনশন শুরু করেন আন্না হাজারে। এ দাবিকে সমর্থন করে জনতাও এতে যোগ দেয়।

ক্ষমতাসীন কংগ্রেস সরকার বিলটি পাস করানোর প্রতিশ্রুতি দিয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর